পুলিসিচের গোলে প্রথমার্ধে ইরানের বিপক্ষে এগিয়ে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে ইরানের দরকার ড্র অথবা জয় আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের দরকার জয়। এমন বাস্তবতায় ইরানের বিপক্ষে লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্র। আক্রমণ পালটা আক্রমণের ম্যাচে চেলসি ম্যান পুলিসিচের একমাত্র গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরু থেকে গোলের নেশায় মত্ত হয়ে খেলতে থকে যুক্তরাষ্ট্র। ১২ মিনিতে পুলিসিচের করা হেড সহজেই তালুবন্দী করেন ইরান গোলরক্ষক। ২৯ মিনিটে টিমোথি উইয়াহর শটও রুখে দেন ইরানিয়ান গোলরক্ষক।
পুরো প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকে ৩৯ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জো বাইডেনের দেশ। ডান পাশ থেকে সার্জিনো ডেস্টের হেড থেকে বাড়ানো বলে ইরান রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়ান ক্রিস্টিয়ান পুলিসিচ। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আমেরিকানরা৷
আরআর/এমআরএম