তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়ে দিলো ফ্রান্স

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। শেষ ম্যাচটি তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটা নিয়মরক্ষার লড়াই শুধু ফরাসীদের সামনে। দলে রয়েছে ইনজুরির শঙ্কা। এ কারণে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তিউনিসিয়ার বিপক্ষে একাদশ সাজিয়েছেন পুরোপুরি বেঞ্চের ফুটবলারদের নিয়ে।
দু’তিনজন ছাড়া পুরো একাদশই পরিবর্তন করে ফেলেছেন প্রায়। এমবাপে, গ্রিজম্যান, জিরু, ডেম্বেলে, পাভার্ড, র্যাবিওট, আরেওলা, থিও হার্নান্দেজ, হুলো লরিস- কাউকেই তিউনিসিয়ার ব্পিক্ষে একাদশে রাখলেন না কোচ দেশম।
শুধু ডিফেন্ডার রাফায়েল ভারানে, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং মিডফিল্ডার অরলিয়েন টিচৌয়ামেনিকেই রেখেছেন আজকের একাদশে। আগের দুই ম্যাচে তিউনিসিয়ার পয়েন্ট মাত্র ১। আজ ফ্রান্সকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা তৈরি হবে তাদের। সে লক্ষ্যেই আজ মাঠে নামছে আফ্রিকান দেশটি।
ফ্রান্স একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)
স্টিভেন মান্দানদা, ইব্রাহিম কৌনাতে, রাফায়েল ভারানে, এদুয়ার্দো কামাভিঙ্গা, এক্সেল দিসাসি, অরলিয়েন টিচৌয়ামেনি, জর্ডান ভেরেতৌত, ইউসুফ ফোফানা, রান্ডাল কোলো মুয়ানি, কিংসলে কোম্যান, মাতেও গুয়েন্দোউজি।
কোচ: দিদিয়ের দেশম।
তিউনিসিয়া একাদশ: (ফরমেশন: ৩-৪-২-১)
আইমেন দাহমেন, নাদের ঘান্দ্রি, মোন্তাসার তালবি, ইয়াসিন মেরিয়াহ, আইসা লাইদৌনি, এলিয়েস এসখিরি, আলি মালাউল, ওয়াজদি কেচরিদা, ওয়াহবি খাজরি, মোহামেদ আলি বেন রমদানে, আনিস বেন স্লিমানে।
কোচ: জালেল কাদরি
আইএইচএস/