পেনাল্টি মিস করলেন মেসি

ছবি: সংগৃহীত
কে বলবে এই ফুটবলারটাই কিনা পেনাল্টিতে এক সময় অনেক ঝানু ছিলেন। কিন্তু ধীরে ধীরে পেনাল্টিতে দুর্বল হয়ে পড়ছেন মেসি। সাম্প্রতিক সময়ে মেসির পেনাল্টির ধার কমে গেছে অনেক। যার কিছুটা নমুনা দেখা গেল পোল্যান্ডের বিপক্ষে। তার পেনাল্টি মিসেই আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার সুযোগ হারায়।
বিশ্বকাপ ইতিহাসে একটি লজ্জার রেকর্ডও সঙ্গী করেছেন মেসি। বিশ্বমাপে মাতে ৩টি পেনাল্টি শট নিয়ে ২টিই মিস করলেন। ১৯৬৬ সালের রেকর্ড বুক সংরক্ষণ করার পর এটিই সবচেয়ে বাজে রেকর্ড। এছাড়াও ঘানার আসামোয়া জিয়ান ৪ পেনাল্টি থেকে ২টিতে গোল করতে ব্যর্থ হন।
২০১৮ সালের বিশ্বকাপেও মেসি আইসল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। সেই ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছিল। আজও পোল্যান্ডের বিপক্ষে তেমন ড্র বরণ করতে হয় কিনা তা সময়ই বলে দিবে।
আরআর/এমআরএম