মেসির পেনাল্টি মিসে প্রথমার্ধে গোল পেলো না আর্জেন্টিনা

হারলেই বিদায়, জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন৷ ড্র করলেই যদি কিন্তুর হিসেব মেলাতে হবে আর্জেন্টিনাকে, এমন সমীকরণকে সামনে রেখে বিশ্বকপের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে খেলতে নামে আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্হটা ভালো হলো না আর্জেন্টিনার। মেসির পেনাল্টি মিসের পর প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই শেষ করব দুই দল।
চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে এদিন খেলতে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাতকভাবে খেলতে থাকে আলবিসেলেস্তারা৷ ম্যাচের ১১ মিনিটে ডান পাশ দিয়ে মেসির জোড়ালো শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি।
১৯ মিনিটে আবারো আর্জেন্টিনার আক্রমণ। এবার আকুনার শট চলে যায় গোলবারের উপর দিয়ে৷ মাঝমাঠের দখল নিয়ে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে।
৩৪ নিনিটে ডি মারিয়ার কর্নার সোজা গোলমুখে ঢুকতে গেলে আবারো কর্নারের মাধ্যমে গোলবার রক্ষা করেন সিজনি। ৩৭ নিনিটে আবারো পোল্যান্ডের ত্রাতার ভূমিকায় সিজনি। এবার হুলিয়ান আলভারেজের শট রুখে দেন তিনি। তবে এতেই ঘটে বিপত্তি। এর পরের মিনিটেই সিজনি ডি বক্সের ভেতর ফাউল করে বসেন মেসিকে। রেফারি ভিএআর এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্য দেন।
কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার বুলেট গতির শট রুখে দেন পোলিশ এই গোলরক্ষক। ২০০২ সালের পর এক বিশ্বকাপে দুই পেনাল্টি সেভ করা একমাত্র গোলরক্ষক হলেন তিনি৷ বিরতির আগে আর কোন গোল না হলে গোলশূন্য ড্র তে থেকেই বিরতিতে যায় দুই দল।
আরআর/এমআরএম