দেখে নিন ঘানা-উরুগুয়ের একাদশ

মহাগুরুত্বপূর্ণ লড়াই, জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে ঘানার। অন্যদিকে উরুগুয়ে জিতলে তাদেরও সুযোগ থাকবে। আল জানুব স্টেডিয়ামে 'এইচ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
ঘানার পয়েন্ট ৩, আজ জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয়পর্বে যাবে। উরুগুয়ের পয়েন্ট মাত্র ১। তবে আজ জিতলে তাদের সামনেও সুযোগ থাকবে, যদি অপর ম্যাচে পর্তুগালের কাছে দক্ষিণ কোরিয়া হেরে যায়।
ঘানা একাদশ (৪-২-৩-১)
লরেন্স আতি-জিগি (গোলরক্ষক), আলিদু সেইদু, ড্যানিয়েল আমারতে, মোহাম্মদ সালিসু, বাবা রহমান, থমাস পার্তে, আবদুল সামাদ, মোহাম্মদ কুদুস, আন্দ্রে এইউ, জর্ডান এইউ, উইলিয়ামস।
উরুগুয়ে একাদশ (৪-৪-২)
সার্জিও রচেট (গোলরক্ষক), হোসে মারিয়া গিমিনেজ, সেবাস্তিয়ান কোয়াটস, গুইলার্মো ভারেলা, ম্যাথিয়াস ওলিভেরা, ফাকুন্দো পেলেস্ত্রি, ফেদেরেকো ভালভার্দে, জর্জিয়ান ডি আরাসকেতা, রদ্রিগো বেন্তানোর, ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ।
এমএমআর/এএসএম