শুরুতেই হোঁচট আবাহনী-শেখ জামালের

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলেও সাবেক দুই চ্যাম্পিয়ন আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে হেঁটেছে উল্টো পথে। দুই দলই লিগ শুরু করেছে পয়েন্ট হারিয়ে।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল ফর্টিস ফুটবল ক্লাব এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
গোপালগঞ্জে ১৭ মিনিটে কৌশিকের গোলে এগিয়ে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫৩ মিনিটে রহমতগঞ্জের মরিস গোল করে দলকে ম্যাচে ফেরান। ৫৫ মিনিটে উজবেকিস্তানের ওতাবেক গোল করলে আবার এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু সেই এগিয়ে থাকাটাও ধরে রাখতে পারেনি। ৬৫ মিনিটে ম্যাচে সমতা আনেন রহমতগঞ্জের মুন্না।
কুমিল্লায় আবাহনী হারতেই বসেছিল। প্রিমিয়ার লিগে নবাগত দলটি অভিষেক ম্যাচেই আবাহনীকে হারিয়ে চমক দেখানোর অবস্থা তৈরি করেছিল। ৩৬ মিনিটে কার্লোস লুইসের গোলে লিড নিয়ে ৯০ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল তারা। তবে শেষ পর্যন্ত আর পারেনি। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে রিয়াদুল হাসানের গোলে হার থেকে বেঁচে যায় আবাহনী।
আরআই/এমএমআর/এএসএম