পেলেকে ছুঁয়ে ফেললেন নেইমার

একটি মাত্র গোল প্রয়োজন ছিল কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ১০৫তম মিনিটে অসাধারণ গোলটি করেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে ছুঁয়ে ফেললেন নেইমার। দুই কিংবদন্তির নামে এখন শোভা পাচ্ছে ৭৭টি করে গোল।
সাও পাওলোর হাসপাতালের বিছানায় বসে নতুন প্রজন্মের আরেক কিংবদন্তি নেইমারকে পেলে দেখলেন তার রেকর্ডটিকে ছুঁয়ে দিতে ।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ গোলটি করেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চে গোলের রেকর্ডে পেলের পাশে বসে গেলেন নেইমার।
ব্রাজিলের জার্সিতে ৭৫টি গোল নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন পিএসজি তারকা। যদিও প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। ফিরে এসেছিলেন দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন। তার হয়ে যায় ৭৬ গোল।
এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি করে বসলেন পেলের পাশে। ১২৪ ম্যাচ খেলে এই গোলগুলো করলেন তিনি ব্রাজিলের জার্সিতে। পেলে ৭৭ গোল করেছেন ৯২ ম্যাচ খেলে।
আইএইচএস/