ভুটানের বিপক্ষে সন্ধ্যায় প্রথম প্রীতি ম্যাচ সাবিনাদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৪ জুলাই ২০২৪

অক্টোবরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন ভুটানের থিম্পুতে। দেশটির বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে বুধবার ও শনিবার। বুধবার প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ নারী ফুটবল দল ভুটানের বিপক্ষে মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয়ের রেকর্ড শতভাগ। চার ম্যাচে গড়ে ৫ গোল করে দিয়েছে বাংলাদেশ। দুর্বল এমন একটি দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের প্রস্তুতি কতটা ভালো হবে, তা নিয়ে আছে প্রশ্ন। বরং ফুটবলবোদ্ধারা মনে করছেন এই দুই ম্যাচে ভুটানই বেশি লাভবান হবে।

তারপরও বাংলাদেশের নতুন কোচ ইংল্যান্ডের পিটার বাটলারের কাছে একদম না খেলার চেয়ে এই দুটি ম্যাচ খেলাও ভালো। বাফুফে বেশ কয়েকটি দেশের বিপক্ষে ম্যাচ খেলানোর চেষ্টা করেও সফল হয়নি।

চাইনিজ তাইপেকে ঢাকায় এনে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচে হারলেও অপেক্ষকৃত শক্তিশালী দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা হয়েছে সাবিনাদের। প্রশ্ন হলো ভুটানের বিপক্ষে খেলে কী অভিজ্ঞতা হবে বাংলাদেশের?

ভুটান যাওয়ার আগে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ছিল লেবাননে চারজাতির একটি টুর্নামেন্টে। কিন্তু ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার নারী দলকে লেবানন পাঠানোর অনুমতি দেয়নি। যে কারণে, বাংলাদেশকে সিদ্ধান্ত বদলে প্রীতি ম্যাচ খেলতে যেতে হয়েছে ভুটানে।

গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ পেয়েছিল ভুটানকে। দুই হালি গোল দিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে। তারপর নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো হয়েছিল দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন।

পিটার বাটলারের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেছে। মে-জুনে ঘরের মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ দিয়ে সাবিনাদের ডাগআউটে অভিষেক হয়েছিল বাটলারের।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।