অলিম্পিক ফুটবল

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে প্রথমবার সেমিতে মরক্কো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০২ আগস্ট ২০২৪

৫২ বছর পর অলিম্পিক ফুটবলের গ্রুপপর্ব টপকানো মরক্কো নিজেদের তুলে নিলো আরও উপরে। প্যারিস অলিম্পিক ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লেখালো গত কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দেখানো আফ্রিকার দেশটির অনূর্ধ্ব-২৩ দল।

১৯৬৪ সালে অলিম্পিক ফুটবলে অভিষেক হওয়ার পর মরক্কো মাত্র একবার গ্রুপপর্ব টপকাতে পেরেছিল ১৯৭২ সালে। দীর্ঘ ৫২ বছর পর প্যারিস অলিম্পিকে গ্রুপপর্ব টপকে উঠেছিল কোয়ার্টার ফাইনালে।

শুক্রবার অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে নতুন ইতিহাস গড়লো মরক্কো। কোয়ার্টার ফাইনালে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। হারিয়েছে ৪-০ গোলে।

২৯ মিনিটে রাহিমি সুফিয়ান গোল করে লিড এনে দেন মরক্কোকে। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। এরপর ৬৪ মিনিটে ইলিয়াস আখোমাখ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৭০ মিনিটে আশরাফ হাকিমি গোল করার পরই জয় নিশ্চিত হয়ে যায় মরক্কোর। ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন মেহদি।

জাপান-স্পেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দলের বিপক্ষে মরক্কো সেমিফাইনাল খেলবে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।