প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪

ভুটানের বিপক্ষে অতীত রেকর্ডে একচেটিয়া প্রাধান্য বাংলাদেশের। তারপরও বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে রাজ্যের সংশয় কাজ করছিল বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। ৮ বছর পর এই স্টেডিয়ামেই যে বাংলাদেশকে প্রথম হারের লজ্জাটি দিয়েছিল ভুটানিজরা।!

৮ বছর পর সেই মাঠে খেলতে নেমে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। দুই দেশের ১৫ নম্বর দেখায় থিম্পুতে প্রথম জয় পেলো বাংলাদেশ। ফাঁকতালে পাওয়া গোলে লিড নিয়ে সেই গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়াটা কৃতিত্বই ছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দলের।

যদিও সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুট উুঁচতে থিম্পু শহরের মাঠে ম্যাচ খেলতে গিয়ে দম নিতে কষ্ট হচ্ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। এমন প্রতিকূলতার পরও বাংলাদেশ ভুটানের বিপক্ষে তুলে নিয়েছে ১২তম জয়টি।

শুক্রবার দলের অনুশীলন ছিল না। সকালে ঘণ্টাদুয়েক রিকভারি সেশন করেছেন ফুটবলাররা। প্রথম ম্যাচ ও রোববারের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলেছেন দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মান। থিম্পু থেকে পাঠানো এক ভিডিওবার্তায় তপু বর্মন বলেছেন, `আমাদের যে লক্ষ্য ছিল, কোচের দর্শন ছিল সেভাবেই সব করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে টিমওয়ার্কটা ভালোভাবেই করতে পেরেছি। এটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা আরেকটি জিনিসে সবচেয়ে বেশি উপকার পেয়েছি ৭ দিন আগে এখানে এসেছি। এখন বলতে পারি, এখানকার কন্ডিশনের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে পেরেছি। আমাদের যে প্লান ছিল সে মোতাবেকই খেলতে পেরেছি। গতকালের ম্যাচের দিকে তাকালে দেখবেন আমরা কোনো তাড়াহুড়া করিনি। প্রথম ম্যাচ জয়ের ক্ষেত্রে এটা কাজ দিয়েছে।'

পরের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, 'দ্বিতীয় ম্যাচ জয় ছাড়া বিকল্প নেই। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা জিতেছি। আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। প্রত্যেক খেলোয়াড়ই এই আত্মবিশ্বাস নিয়ে আছে। পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসটা জরুরি। আমরা যদি আগের ম্যাচের মতো সবকিছু দিয়ে খেলতে পারি তাহলে অধিনায়ক বা দলের একজন সদস্য হিসেবে মনে করি অবশ্যই আমরা জিততে পারবো।'

দলের ম্যানেজার আমের খান বলেছেন, `প্রথম ম্যাচের রিকভারির জন্য আজ (শুক্রবার) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা সেশন ছিল। রিকভারির জন্য সবাই ফান, গেমস যা দরকার করেছে। রাকিব প্রথম ম্যাচে চোট পেয়েছিল। তার চিকিৎসা চলছে। অনেক দিন গ্যাপের কারণে প্রথম ম্যাচের আগে সবার একটা টেনশন কাজ করছিল। আরো একটা কারণ ছিল এই মাঠে আগের ম্যাচটা আমরা ভালো করতে পারিনি। সব টেনশন দুর করে আমরা এক গোলে লিড নিয়ে তা ধরে রাখতে পেরেছি। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাই দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।'

আরআই/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।