জয় দিয়ে শুরু বিদেশি ছাড়া আবাহনীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার কোনো বিদেশি ফুটবলার ছাড়া দল গড়েছে আবাহনী। সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন দলটি শনিবার ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু করেছে জয় দিয়ে। নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে তারা হারিয়েছে ২-০ গোলে।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্থানীয়দের নিয়ে গড়া আবাহনীকে ৭০ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষ রক্ষা হয়নি ইয়ংমেন্সের। ৭১ মিনিটে এনামুল গাজী ও ইনজুরি সময়ে পেনাল্টি থেকে জাফর ইকবাল গোল করবে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে কোনো ট্রফি না পাওয়া আকাশি-নীলরা।

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ৫৯ মিনিটে ওশির গোলে লিড নেয় পুরনো ঢাকার দলটি। ৬৭ মিনিটে তাজ ও ৬৯ মিনিটে ফেলিক্স গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৭৪ মিনিটে মনজুরুর গোল করলে হারের ব্যবধান কমে ফর্টিসের।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।