এভার্টনের জালে একহালি গোল ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচ খেললো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে যদিও আমোরিমের যাত্রাটা শুরু হয়েছিলো ইপসউইচের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে। তবে, ঘরের মাঠে এভার্টনকে পেয়ে নতুন কোচকে ৪-০ গোলের বিশাল এক জয় উপহার দিলো রেড ডেভিলরা।

মার্কাস রাশফোর্ড এবং জশুয়া জিরকজি- দু’জনই করেন জোড়া গোল। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে হলো বাকি দুই গোল।

ম্যাচের ৩৪তম মিনিটে প্রথম ম্যানইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ব্রুনা ফার্নান্দেসের কর্নার কিক থেকে ভেসে আসা বলটি জটলার ভেতর থেকে এভার্টনের জালে জড়ান রাশফোর্ড।

এই এক গোলের মধ্য দিয়ে ম্যানইউ যেন বিক্ষিপ্ত খেলা থেকে ফিরে দারুণ দলীয় খেলা দেখাতে শুরু করে। পুরো ম্যাচেই এটা বজায় ছিল। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জিরকজি। এভার্টনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের গোল কিক দখলে নেন আমাদ দিয়ালো। এরপর বল পান ফার্নান্দেজ। তার ক্রস থেকে বল পেয়েই এভার্টনের জালে জড়িয়ে দেন জিরকজি।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবারও গোল। এবার গোলদাতা মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধ শুরুর ২০ সেকেন্ডের মাথায় আমাদ দিয়ালোর থ্রো বল ধরেই এককভাবে এভার্টনের জালে জড়িয়ে দেন রাশফোর্ড। ৬৪ মিনিটে চতুর্থ গোল করেন জিরকজি। ৪-০ ব্যবধান নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ম স্থানে উঠে এলো ম্যানইউ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে এভার্টন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।