জীবনের জোড়া গোলে রহমতগঞ্জের দ্বিতীয় জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

নাবিব নেওয়াজ জীবনকে সবাই চিনতো আবাহনীর ফুটবলার হিসেবে। লম্বা একটা সময় তিনি ঘরোয়া ফুটবল খেলেছেন আকাশী-নীল জার্সিতে। এই মৌসুমে আবাহনী তাকে রাখার আগ্রহ না দেখালে জীবন যোগ দেন পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জে। জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করে জিতিয়েছেন দলকে।

ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে গোল করতে পারেনি রহমতগঞ্জ। তবে দ্বিতীয়ার্ধে জীবন নিজেকে চিনিয়েছেন জোড়া গোল করে দলকে জিতিয়ে। ৫৫ মিনিটে প্রথম ও ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন জীবন। ২-০ গোলে জয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের ওপরে দুই নম্বরে অবস্থান করছে কামাল বাবুর দল।

চট্টগ্রাম আবাহনীর এটি দ্বিতীয় হার। প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছিল কিংসের কাছে। দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে এবার অর্থাভাবে ভোগা ক্লাবটি। ম্যাচসেরা হয়েছে জোড়া গোল করা জীবন।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।