বাদল রায়ের স্ত্রীর ফেসবুক হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এখন ওই আইডি থেকে ম্যাসেঞ্জারে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে।

মাধুরী রায় রোববার বিকেলে বলেছেন, ‘আমি বিপদে আছি। অনেকের কাছে টাকা চাওয়া যাচ্ছে। আমার পরিচিত অনেকে ফোন দিয়ে টাকা চাওয়ার বিষয়টি জানাচ্ছেন। আমি এরই মধ্যে বাদলের (প্রয়াত বাদল রায়) ফেসবুক থেকে স্ট্যাটাসও দিয়েছি। কয়েকজনকে স্ট্যাটাস দিতেও অনুরোধ করেছি। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় আছি আমি।’

বাফুফের সাবেক সহ-সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক পরিচালক বাদল রায় বিভিন্ন রোগে ভুগে ৬০ বছর বয়সে ২০২০ সালের ২২ নভেম্বর মারা গেছেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।