সহজ জয়ে শুরু আবাহনীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় নিয়ে নতুন ফুটবল মৌসুম ভালোভাবেই শুরু করেছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ জয়ের পর সহজ জয়ে শুরু করেছে ফেডারেশন কাপও। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে আবাহনী। ১৭ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় আকাশি-নীলরা। প্রাধান্য নিয়ে খেললেও ব্যবধান দ্বিগুন করতে আবাহনীকে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। এ সময় ২-০ করেন মোহাম্মদ ইব্রাহিম।

সমর্থকরা ২-০ ব্যাবধানের জয় নিয়ে স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ম্যাচের কয়েক মিনিট বাকি থাকতে ইয়াসিন খান গোল করলে আবাহনীর ফেডারেশন কাপ সূচনা হয় ৩-০ ব্যবধানে।

এবার আবাহনীতে কোনো বিদেশি খেলোয়াড় নেই। কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ মারুফুল হক। প্রথমবার আবাহনীর ডাগআউটে দাঁড়ানো মারফুল হকের প্রথম তিন ম্যাচে সন্তুষ্ট আকাশি-নীল সমর্থকরা। লিগের প্রথম দুই ম্যাচে জয়, পূর্ণ পয়েন্ট নিয়ে শুরু করলো ফেডারেশন কাপও।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।