টানা ৮ জয়ে প্রথমপর্বে শীর্ষস্থান নিশ্চিত মোহামেডানের

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা নিশ্চিত করলো মোহামেডান। শুক্রবার মুন্সিগঞ্জে নিজেদের অষ্টম ম্যাচে সাদাকালোরা ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে পেছনে থাকা আবাহনীর চেয়ে মোহামেডান এগিয়ে গেলো আরো এক ধাপ। ৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৬।
বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারানোর পরও মোহামেডানের সমর্থকদের টেনশন ছিল ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ নিয়ে। এই মৌসুমে ব্রাদার্স যেভালো ফুটবল খেলছে, লিগ টেবিলেও আছে শীর্ষ চারে।
ম্যাচটা কঠিনই হয়েছে মোহামেডানের জন্য। ১২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যাচের লিড ধরে রাখতে ঘাম ঝরাতে হয়েছে আলফাজ আহমেদের দলের। নির্ধারিত ৯০ মিনিট পর বাড়িয়ে দেওয়া ৫ মিনিটে দুটি সুযোগ নষ্ট না করলে মোহামেডানের কাছ থেকে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো কমলা জার্সিধারীরা।
বলতে গেলে ম্যাচের প্রথম সংঘবদ্ধ আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় মোহামেডান। জুয়েল মিয়া বাম দিক দিয়ে ঢুকে বক্সে বল ফেললে নাইজেরিয়ান এমানুয়েল সানডে লক্ষ্যভেদ করে মোহামেডানকে এগিয়ে দেন।
সময় গড়ানোর সাথে সাথে মোহামেডানও রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে এবং তাতে আক্রমণও বেড়েছিল ব্রাদার্সের। গোলের বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়েছিল। গোপীবাগের দলটি পারেনি মোহামেডানকে থামাতে। যেমন পারেনি আগের ৭ ম্যাচেও কোনো দল।
৮ ম্যাচ শেষে ব্রাদার্সের পয়েন্ট ১৪। তাদের প্রথম পর্বের শেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে এবং ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা মোহামেডানের শেষ ম্যাচ নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে।
আরআই/এমএমআর/এএসএম