Jago News logo
Banglalink
ঢাকা, সোমবার, ২৬ জুন ২০১৭ | ১১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ

ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল করে দেবে বিসিসিআই!


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৮ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল করে দেবে বিসিসিআই!

আগামীকাল বুধবার সকালে রাজকোটে সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। তবে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে তো? এমন আশঙ্কা কেন? কারণ ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচটি বাতিল করে দেয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। লোধা কমিটি তহবিল খুলে না দিলে ভারতীয় বোর্ড তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে।

বিসিসিআইয়ের আইনজীবী কপিল সিবাল বলেন, ‘যদি তহবিল ছাড় দেয়া না হয়, তাহলে আগামীকাল ক্রিকেট ম্যাচ মাঠে গড়াবে না। এটা বাতিল হতে পারে। কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে। আমরা বলবো, লোধা কমিটি তহবিল জব্দ করার সিদ্ধান্ত থেকে ফিরে আসুক।’

এদিকে ভারতীয় আদালতের বিচারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ মঙ্গলবার বিকেলে ভারতীয় বোর্ডের অজুহাত শুনবে কোর্ট। প্রধান বিচারপতি টিএস ঠাকুর আপাতত অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি নিয়ে বসবেন তিনি।’

আদালতের নির্দেশের কারণে আপাতত বিসিসিআইয়ের তহবিল জব্দ হয়ে আছে। সফরকারী ইংল্যান্ড দলের আতিথ্যের খরচ বহন করতে পারছিল না বোর্ড! এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় কোর্ট ও বোর্ডের মাঝে দ্বন্দ্বের কারণে ওই সিরিজ নিয়েও শঙ্কা জেগেছিল। তবে ওই সিরিজটা শেষ হয়েছে ভালোভাবেই।

এনইউ/আরআইপি

আপনার মন্তব্য লিখুন...

 
Jagojobs