Jago News logo
Banglalink
ঢাকা, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ
ASUS-Jago-bd-gif

খেলা আবার শুরু, হাফ সেঞ্চুরি করে ফিরলেন তামিম


আরিফুর রহমান বাবু, ওয়েলিংটন, নিউজিল্যান্ড থেকে

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১২ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩১ এএম, ১২ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
খেলা আবার শুরু, হাফ সেঞ্চুরি করে ফিরলেন তামিম

শোঁ শোঁ বাতাসের সঙ্গে কনকনে হিম ঠাণ্ডা। খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার ১ ঘণ্টা পর অবশেষে নেমে এলো ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকলো প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে আবারও খেলা শুরু হলো। বাংলাদেশ সময় সোয়া ৬টায় আবারও শুরু হয় খেলা।

Babu-Vai
তবে বৃষ্টির পর বাংলাদেশ হারালো সবচেয়ে বড় উইকেটটি। হাত খুলতে থাকা তামিম ইকবালকে ফিরি দিলেন ট্রেন্ট বোল্ট। এলবি ডব্লিউর ফাঁদে ফেলে।

আউট হওয়ার আগে অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তামিম ইকবাল। ৫০ বল খেলে তিনি করেন ৫৬ রান। ইনিংসে বাউন্ডারির মার ছিল ১১টি। তিনি যখন আউট হন বাংলাদেশের রান তখন ৬০।

braverdrink

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৬৪ রান। উইকেটে মুমিনুল ৭ এবং মাহমুদউল্লাহ রয়েছেন ০ রানে।

আইএইচএস/

আপনার মন্তব্য লিখুন...