তাকে দেখলেই মনে হবে যেন মেসি!


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৯ এপ্রিল ২০১৭

হঠাৎ তার ওপর চোখ পড়লে চমকে উঠবেন। মনে মনে ভাবতে পারেন, ভুল দেখছেন না তো! চোখ কচলে আবার তাকালেন। নাহ! ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। হাতে চিমটি কেটেও দেখতে পারেন, স্বপ্ন দেখছেন না তো! তাকে এভাবে চোখের সামনে দেখলে তো স্বপ্নই মনে হওয়ার কথা। স্বপ্নের জগত থেকে বাস্তবে ফেরার পর হন্তদন্ত হয়ে ছুটতে শুরু করতে পারেন, একটি অটোগ্রাফ কিংবা একটি সেলফির আশায়। এমন সুযোগ সুযোগ হেলায় কে হারাতে চায়!

রিজা পিরেস্তেস পড়ে গেছেন এক মধুর বিড়ম্বনায়। শত শত ভক্ত এখন তাকে এক নজর দেখার অপেক্ষায়। একটি অটোগ্রাফ কিংবা সেলফি তার সঙ্গে সবাই তুলতে চায়। পিরেস্তেস বুঝতে পারেন, বাস্তবের লিওনেল মেসিকে তাহলে কতটা ঝক্কি পোহাতে হয়!

Messi-look-a-likeরেজা পিরেস্তেস। এক নজর দেখলে যে কেউ বলে উঠবেন, আরে এ যে লিওনেল মেসি! ভুল দেখছি না তো। নাহ! কোনোভাবেই ভুল হতে পারে না। চোখের সামনেই তো দিব্যি দেখতে পাচ্ছি। কোনো খুঁত নেই। চোখ, নাক, কপাল, চুল, মুখের দাড়ি- সবই তো লিওনেল মেসির মত দেখতে।

ইরানি যুবক রিজা পিরেস্তেস পুরোপুরি মেসির লুক এ লাইক। এতটাই মিল যে, হালকা ট্রেনিং করিয়ে যদি বার্সার জার্সি পরিয়ে তাকে মাঠে নামিয়ে দেয়া হয়, তাহলে আসল মেসির সঙ্গে কোনোই অমিল খুঁজে পাবে না কেউ।

গত কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকেই দাড়ি রাখতে শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। এখন তো এটা তার নিয়মিত সঙ্গী। মুখভর্তি দাড়ি। সুন্দর পরিপাটি করে রাখেন। ঘণকালো নয়, হালকা বাদামি। রিজা পিরেস্তেসের দাড়িও ঠিক একই রকম। অমিল খুঁজলে, শুধু দেখা যাবে ভুড়িটাই রিজার বেমানান। একটু মুটিয়েও গিয়েছেন বৈ কি।

বর্তমানের লিওনেল মেসির সঙ্গে দারুণ মিল রিজার। একই রকম মুখের আদল। একইরকম বাদামি দাড়ি। একইরকম গায়ের রঙও। রিজা পিরেস্তেস আবার সব সময় পরে থাকেন আর্জেন্টিনার জার্সিও। তাতে দেখলে মনে হয়, আসলেই তিনি মেসি।

Messi-look-a-like

ইরানের এই যুবক ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে সবাই মেসি বলে বারবার ভুল করেন। অটোগ্রাফের জন্য আসেন। দিতে হয় ফটোগ্রাফও। এ ব্যাপারটায় এখন বেশ মজা পান রিজা। তবে সবার ভুল ভাঙিয়েও দেন তিনি, বলেন তিনি মেসি নন। কখনও কারও কাছে সত্যিটা গোপন করেন না।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।