Jago News logo
Banglalink
ঢাকা, রোববার, ২৫ জুন ২০১৭ | ১১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ

ম্যাচসেরা মোস্তাফিজ


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২০ পিএম, ১৯ মে ২০১৭, শুক্রবার | আপডেট: ১০:৫০ পিএম, ১৯ মে ২০১৭, শুক্রবার
ম্যাচসেরা মোস্তাফিজ

দুর্দান্ত এক ইনিংস খেললেন সৌম্য।  দেখে শুনে ব্যাট করে ৮৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলে দলকে এনে দিলেন বড় জয়। তবে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার অবশ্য জেতা হয়নি তার। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ৪ উইকেট নেওয়া মোস্তাফিজ।

ক্রিকেটে মোস্তাফিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতই। ক্যারিয়ার শুরুই শেরে বাংলায় ৫ উইকেট দিয়ে। দ্বিতীয় ম্যাচে নিজেকে আরও ছাড়িয়ে যান একই মাঠে ৬ উইকেট। তারপর ২০১৫ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের সঙ্গে শেষ ৫ উইকেট পাওয়া।

মাঝে ইনজুরির জন্য মাঠে নামা হয়নি প্রায় আটমাসের মত। দীর্ঘ বিরতি দিয়ে ওয়ানডে খেলেছেনই গত ডিসেম্বরে। তবে নিউজিল্যান্ড সিরিজে ঠিক নেজেকে মেলে ধরতে পারেননি। শ্রীলঙ্কায় কিছুটা পারলেও নিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। আর আইপিএলে তো দেখলেন মুদ্রার বিপরীত পিট।

তবে সব কিছু পেছনে ফেলে দলের প্রয়োজনে জ্বলে উঠলেন। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আর আজ আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখালেন নিজের সেই যাদু। তুলে নিলেন ৪ উইকেট। এতেই সাসেক্সের হয়ে ম্যাচসেরার প্রায় দশ মাস পর ম্যাচ সেরা হলেন মোস্তাফিজ।  

এমআর

আপনার মন্তব্য লিখুন...

 
Jagojobs