করোনায় আক্রান্ত বাস্কেটবলের আরও চার তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১৮ মার্চ ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় সতর্কতাস্বরুপ স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিএ বাস্কেটবল টুর্নামেন্ট। এর আগেই অবশ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন ইউটাহ জাজ দলের তারকা খেলোয়াড় রুডি গোবার্ট। পরে কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হন একই দলের ডোনোভান মিচেলও।

এবার ইউটাহ জাজের এ দুই খেলোয়াড়ের সঙ্গে নাম লেখালেন এনবিএ’র আরেক দল ব্রুকলিন নেটসের চার খেলোয়াড়। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে চার খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর। তবে তারা সে চার খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। মঙ্গলবার রাতে নিশ্চিত হয়েছে এ চার খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর।

ক্লাবের পক্ষ থেকে কিছু না বলা হলেও, আক্রান্ত চারজনের একজন কেভিন ডুরান্ট নিজেই স্বীকার করেছেন নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর। সবাইকে নিরাপদ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবাই সতর্ক থাকুন, নিজের যত্ন নিন এবং কোয়ারেন্টাইনড থাকুন। আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো।’

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকো থেকে ফেরার পরই আক্রান্ত চার খেলোয়াড়ের শরীরে উপসর্গ দেখা দেয়। যা মঙ্গলবার করোনা হিসেবে নিশ্চিত করা হয়। করোনা পরীক্ষা করা জন্য দলের পক্ষ থেকে বেসরকারি এক মেডিকেল টিম ভাড়া করা হয়েছিল।

পরে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে ব্রুকলিনের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা এখন খোঁজ নেয়ার চেষ্টা করছি যে আক্রান্ত খেলোয়াড়দের সংস্পর্শে আমাদের দলে কারা এসেছিল। একইসঙ্গে সাম্প্রতিক প্রতিপক্ষ দলগুলোর ব্যাপারে খোঁজ নিচ্ছি। প্রশাসন এবং স্বাস্থ্যসংস্থার সঙ্গে এ বিষয়ে কাজ করছি আমরা।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।