পরের বছরও সম্ভব হবে না অলিম্পিক আয়োজন!
করোনাভাইরাসের কারণে তুমুল আলোচনার পর অবশেষে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজক জাপান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এক বছর পিছিয়ে আগামী বছর (২০২১ সালে) জুলাই মাসের ঠিক একই সময়ে শুরু হওয়ার কথা রয়েছে টোকিও অলিম্পিক।
কিন্তু করোনা যেভাবে পৃথিবীর অর্থনীতির গতিপথ পাল্টে দিচ্ছে তাতে আগামী বছর তথা, ২০২১ সালের জুলাইতেও অলিম্পিক আয়োজন সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টোকিও গেমস আয়োজক কমিটির প্রধান তোশিরো মোতো।
করোনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় প্রথমবারের জন্য স্থগিত হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। দিনকয়েক আগে সার্বিক পরিস্থিতি বিচার করে অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ চলতি বছর ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল। এক বছর পিছিয়ে, আগামী বছর ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
টোকিও অলিম্পিক কমিটির প্রধান তোশিরো মোতো জানান, ২৩ জুলাই ২০২১ যথাসময়ে যে অলিম্পিক শুরু করা সম্ভব হবে, এ ব্যাপারে এখনই কোনও নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্টে মোতো বলেন, ‘আগামী বছর জুলাইতে যে সব নিয়ন্ত্রণে চলে আসবে আমার মনে হয় না। কারণে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ সঠিকভাবে বলতে পারবে না, এক বছর পর কি হবে। আমরা এখন নিশ্চিতভাবে কিছু বলার অবস্থায় নেই।’
মোতো আরও বলেন, ‘আমরা গেমস একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে এই সময়ে আমরা আরও কঠোর পরিশ্রম করে গেমসটা আরও ভালোভাবে আয়োজন করতে পারি। তাই আশা করবো মানুষ আগামী বছর যেন করোনাভাইরাসের জেরে সম্মুখীন হওয়া বিপুল ক্ষতি সামলে উঠতে পারে।’
প্রসঙ্গতঃ একমাস আগেও অলিম্পিক আয়োজন ঘিরে সম্পূর্ণ বিপরীত মেরুতে হেঁটেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেছিলেন, যথাসময়েই অর্থাৎ ২৪ জুলাই, ২০২০ শুরু হবে অলিম্পিক। এমনই ঘোষণা করে প্রতিযোগীদের প্রস্তুত হতে বলেছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে অলিম্পিক হলে তাতে অংশ গ্রহণ করবে না বলে জানিয়ে দেয় কানাডা ও অস্ট্রেলিয়া। অন্য অনেক দেশের অ্যাথলেটরাও এখানে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়।
সর্বশেষ ৩০ মার্চ ঘোষণা করা হয়, টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়ার কথা। একই সঙ্গে ঠিক করা হয়, নতুন দিনক্ষণ। ২০২১ সালের ২৩ জুলাই শুরু হয়ে তা শেষ হবে ৮ জুলাই।
আইএইচএস/