সেপ্টেম্বরের আগে কোনো ইন্টারন্যাশনাল আরচারি নয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৩ মে ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক আরচারি প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছেন ওয়ার্ল্ড আরচারি। বিশ্ব আরচারির অভিভাবক সংস্থাটি আশা করছে, ২০২০ সালেই তারা প্রতিযোগিতায় ফিরতে পারবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতা কোনোভাবেই সেপ্টেম্বরের আগে শুরু হবে না জানালেও কোনো ন্যাশনাল ফেডারেশন তাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে জুলাইয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। বিশ্বব্যাপী করোনা শুরু হওয়ার পর মার্চ পর্যন্ত স্থগিত ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জাগো নিউজকে বলেছেন, ‘ওয়ার্ল্ড আরচারি নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়ে আমাদের জানিয়ে দিয়েছে। কোনোভাবেই ৩১ আগস্টের পর ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছে না তারা। আর প্রত্যেক ন্যাশনাল ফেডারেশনকে বলা হয়েছে, নিজনিজ দেশের পরিস্থিতি খেলার উপযুক্ত হলে জুলাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিসহ অন্যান্য ঘরোয়া খেলা আয়োজন করা যাবে।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।