করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ আরও ৩ কোটি টাকা
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এর আগে এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেয়ার যে ঘোষণা দিয়েছেন, তার দ্বিতীয় পর্বের টাকা প্রদানকালে নতুন ৩ কোটি টাকা বরাদ্দের সংবাদ দিয়েছেন।
মঙ্গলবার সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ১৫০ অসহায় ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে অস্বচ্ছল ক্রীড়াবিদদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী ছয় শতাধিক ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
চেক প্রদানকালে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য আরও ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। অচিরেই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের হাতে তুলে দেয়া হবে। এছাড়া আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রায় ১১৫০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে প্রতি মাসে ২০০০ টাকা করে একবছরে মোট ২৪,০০০ টাকা প্রদানের লক্ষ্যে কাজ করছি।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা করোনায় ক্ষতিগ্রস্ত সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চাই। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি আমাদের ধারাবাহিক কার্যক্রম। এটি অব্যাহত থাকবে। শুধু ক্রীড়াবিদ নয়, করোনায় ক্ষতিগ্রস্ত কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও ভাবছি।’
এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরআই/এসএএস/জেআইএম