জোকারের স্বীকারোক্তি, তার কারণেই এতজন করোনা আক্রান্ত!
দীর্ঘ লকডাউনে পিছিয়ে পড়া মানুষের সাহায্যে ইতিবাচক কিছু করার উদ্যোগ গ্রহণ করেছিলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। কিন্তু তার পরিবর্তে তার কপালে জুটেছে করোনাভাইরাস। শুধু জকোভিচই নন, তার আয়োজিত চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুর থেকে করোনা আক্রান্ত হয়েছেন আরও তিন টেনিস তারকা। গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক এবং ভিক্টর ট্রোইস্কি।
জকোভিচ নিজে এবং তার স্ত্রী জেলেনাও করোনা আক্রান্ত। যদিও জকোভিচ কিংবা তার স্ত্রীর শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তবুও টেস্ট করার পর তাদের পজিটিভ রিপোর্ট এসেছে।
আদ্রিয়া ট্যুর থেকে এতজনের করোনা আক্রান্ত হওয়ার কারণে টেনিস খেলাটা কোর্টে ফেরা নিয়ে একটা দারুণ সংশয় তৈরি হয়ে গেলে। এই যে এতজন করোনা আক্রান্ত হলো, এ জন্য নিজেকেই দায়ী করছেন নাম্বার ওয়ান টেনিস তারকা।
নিজেকে দায়ী করেই একটি বিবৃতি দিয়েছেন জকোভিচ। বিবৃতিতে তিনি নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লিখেছেন, ‘আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, যারা আমার আয়োজিত টুর্নামেন্ট থেকে করোনা আক্রান্ত হয়েছেন। অবশ্যই এ জন্য সব দায় আয়োজকদের। এ জন্য আমিই অনেকটা দায়ী।’
করোনা মহামারির মধ্যেও আদ্রিয়া ট্যুর আয়োজনের জন্য সোশ্যাল মিডিয়ায় টেনিসের সাবেক-বর্তমান তারকা থেকে শুরু করে নানান দেশের কর্মকর্তারা এবং সমর্থকরাও জকোভিচকে ধুয়ে ফেলতেছেন। এসব দেখে চুপ থাকতে পারেননি সার্বিয়ান তারকা জোকারের কোচ সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিসেভিচ। তার মতে, যে ধরনের সমালোচনা হচ্ছে- এসবই অনুচিৎ।
প্রসঙ্গত, সার্বিয়ার রাজধানী শহর বেলগ্রেডে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি তার চ্যারিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন বিশ্বের প্রথম সারির বেশ কয়েকজন টেনিস তারকা। ক্রোয়েশিয়ার জাদারে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগেই একে একে করোনায় আক্রান্ত হন অংশগ্রহণকারী তারকাদের মধ্যে গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক, ভিক্টর ট্রোইস্কি এবং নোভাক জকোভিচ নিজে।
গত রোববার বুলগেরিয়ান তারকা দিমিত্রভ নিজেকে করোনা পজিটিভ হিসেবে ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জকোভিচকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। আক্রান্তের তালিকাটা দীর্ঘ হওয়ায় আরও বেশি করে সমালোচনায় বিদ্ধ হন বিশ্বের এক নম্বর তারকা।
করোনা উদ্বেগের মধ্যে দর্শক প্রবেশে অনুমতি প্রদান করে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। এ কারণে শিষ্যের সমালোচনায় মুখ বুজে থাকেননি কোচ ইভানিসেভিচ। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জকোভিচের কোচ জানিয়েছেন, ‘এখন সবাই নিজেদের বুদ্ধিমান হিসেবে প্রতিপন্ন করছে এবং নোভাককে আক্রমণ করছে। কিন্তু নোভাক আসলে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছিল। একটা মানবিক উদ্যোগ। আমরা তিনমাসের জন্য লকডাউনে ছিলাম। আর সেই লকডাউনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতেই আদ্রিয়া ট্যুর আয়োজন হয়েছিল। আমন্ত্রিত খেলোয়াড়দের উপস্থিতিতে অনুকূল পরিবেশেই ভালো টেনিসের সাক্ষী হয়েছিলাম আমরা। সার্বিয়া এবং ক্রোয়েশিয়া সরকারের সমস্তরকম গাইডলাইন মেনেই সবকিছু আয়োজন করা হয়।’
তবে টুর্নামেন্ট চলাকালীন অংশগ্রহণকারীদের পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল ডিসট্যান্সিং উপেক্ষা করে খেলোয়াড়দের পার্টিতে মত্ত হওয়ার ঘটনায় সুর চড়িয়েছেন অনেকেই। সে প্রসঙ্গে ইভানিসেভিচ বলেছেন, ‘হয়তো সেটা করা উচিৎ হয়নি। কিন্তু ক্লাবে সবাই ব্যক্তিগতভাবে এসেছিল। আমরা কাউকে আমন্ত্রণ করিনি। কেউ যদি তাদের মধ্যে আক্রান্ত থেকে থাকেন তাহলে সেটা কিভাবে বুঝবো?’
যদিও সব দেখেশুনে সোমবারই ক্ষোভ উগড়ে দেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরগিওস। মঙ্গলবার জকোভিচের করোনা আক্রান্তের খবর শুনে এই সার্বিয়ানকে পুনরায় একহাত নেন তিনি। গোটা বিষয়টিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করলেন কিরগিওস।
টুইটে কিরগিওস লেখেন, ‘কোভিড-১৯ আক্রান্ত সব খেলোয়াড়ের জন্য প্রার্থনা করছি। যেটা হয়েছে সেটা একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এবং নির্বুদ্ধিতা।’
সোমবার ক্ষোভ উগড়ে জোকারকে ‘বোকা’ বলে সম্বোধন করেছিলেন কিরগিওস। এই অসি তারকা বলেন, ‘এগুলো সবই প্রোটোকল না মেনে চলার ফল। এটা কোনও মজার বিষয় নয়।’
আইএইচএস/