বাংলাদেশের সোনার ইভেন্ট শুটিং নেই ইসলামি সলিডারিটি গেমসে

আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত হবে পঞ্চম ইসলামি সলিডিারিটি গেমস। এই গেমসে বাংলাদেশ দল পাঠাবে ১৩ ডিসিপ্লিনে। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় ইসলামি সলিডারিটি গেমসের জন্য ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়।
গেমসে বাংলাদেশ যে ডিসিপ্লিনগুলোতে অংশ নেবে তার মধ্যে আছে ফুটবলও। বাকি ১২ ডিসিপ্লিন হচ্ছে- অ্যাথলেটিকস, আরচারি, বাস্কেটবল, ফেন্সিং, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোয়ানদো, ভারোত্তোলন, ভলিবল ও কুস্তি।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত সর্বশেষ ইসলামি সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ৮ ডিসিপ্লিনে। এর মধ্যে শুটিং থেকে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক এসেছিল বাংলাদেশের ঝুলিতে।
কিন্তু দুর্ভাগ্য সর্বশেষ আসরে বাংলাদেশের পদক পাওয়া একমাত্র ডিসিপ্লিনটি এবার গেমসেই নেই। যে কারণে, শুটিংয়ে খেলা হবে না তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামি সলিডারিটি গেমসে।
আরআই/আইএইচএস/জিকেএস