টস হয়নি, খেলা শুরু হতেও বিলম্ব

ডমিনিকার উইন্ডসর পার্কে পাঁচ বছর পর হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। তবে দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত করে দিলো বৃষ্টি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে সময়মতো টসও হয়নি।
বাংলাদেশ সময় রাত এগারটায় টস হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে এগারটায়। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো টস করা যায়নি। ফলে ম্যাচ শুরু হতেও দেরি হবে।
স্বস্তির খবর হলো, আপাতত বৃষ্টি নেই। মাঠ পরিচর্যার কাজ চলছে। পিচ আপাতত কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এদিকে দুই দলই মাঠে নেমে শেষ মুহূর্তে গা-গরম করে নিচ্ছে। আম্পায়াররা খুব দ্রুতই মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানাবেন।
এমএমআর/এমএইচআর