দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে নেইমার

অনেকে আশঙ্কা করেছিলেন নেইমার বুঝি বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে দ্রুত সুস্থ করে আবার একাদশে ফিরলেন ব্রাজিলের প্রাণভোমড়া নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ তিতে নেইমারকে নিয়েই একাদশ সাজিয়েছেন। মূলত ক্যামেরুনের বিপক্ষে হারের ম্যাচটির একাদশ পুরোটাই পালটে ফেলে নতুন একাদশ নামিয়েছেন তিতে।
অন্যদিকে পর্তুগালের মত দলকে হারিয়ে বিশ্বকাপে ফুরফুরে মেজাজে আছে দক্ষিণ কোরিয়া। নেইমারদের রুখে দিতে তারাও বদ্ধ পরিকর।
ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।
আরআর/