পোল ভল্টে নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন আরমান্দ ডুপ্লান্টিস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ আগস্ট ২০২৪

ভল্টার আরমান্দ ডুপ্লান্টিস, সুইডিশ পোল ভল্টার এবারের অলিম্পিকে সোনা জয় নিশ্চিত করে ফেলেছিলেন ৬ মিটার লাফিয়েই। তবে তাতেই থেমে থাকলেন না। বিশ্বরেকর্ড গড়ার নেশা যেন পেয়ে বসেছিল তাকে।

আগের বিশ্বরেকর্ডটিও ছিল আরমান্দর নিজেরই। এ বছরের এপ্রিলে ৬.২৪ মিটার লাফিয়ে যে রেকর্ড গড়েছিলেন এই পোল ভল্টার।

এবার তিনি লাফিয়েছেন ১ সেন্টিমিটার বেশি। প্রথম দুই চেষ্টায় অল্পের জন্যই পারেননি, তবে তৃতীয় ও শেষ চেষ্টায় ৬.২৫ মিটার পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েন আরমান্দ।

এ নিয়ে নয়বার বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী অ্যাথলেট। টোকিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন, জিতলেন এবারও।

এই ইভেন্টে ৫.৯৫ মিটার লাফিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস। ৫.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ গ্রিসের ইমানুইলি কারালিসের।

ঐতিহাসিক সোনা জিতে আরমান্দ বলেন, ‘এই মুহূর্তটা কেমন আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এই জিনিসগুলো আসলে সত্য মনে হয় না। আমি কী বলব? অলিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলাম। একজন পোল ভল্টারের জন্য সবচেয়ে বড় মঞ্চ। অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়া তো আমার সেই ছোটবেলার স্বপ্ন ছিল।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।