‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’ পেলেন দুলাল মাহমুদ
এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা এআইপিএস এশিয়া পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক মাহমুদ হোসেন খান দুলালকে ‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইপিএস এশিয়ার কংগ্রেসে এশিয়ার ছয়জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে তাদের আজীবন কর্মকাণ্ডের জন্য এই সম্মানে ভূষিত করা হয়।
অপর পাঁচজন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালের।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হলো। পর্যায়ক্রমে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিকদের এই সম্মানে ভূষিত করা হবে।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ।
আরআই/এমএইচ/এএসএম