তৃতীয়বারের মতো এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ ঢাকায়

বাংলাদেশ আরচারি ফেডারেশন তৃতীয়বারের মতো ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। আগামী ৭ থেকে ১৫ নভেম্বর হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য এরই মধ্যে সরকারের অনুমতি পেয়েছে বাংলাদেশ আরচারি ফেডারেশন।
প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ আরচারি ফেডারেশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চেয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই অনুমতিও দিয়েছে।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেছেন, আমরা নভেম্বরে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ওয়ার্ল্ড আরচারি এশিয়ার কংগ্রেসও আয়োজন করবো ওই সময়ে। সরকার থেকে সেই অনুমতি পেয়েছি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। এর আগে ২০১৭ ও ২০২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলাম।
এর আগের দুইবারে মধ্যে ২০১৭ সালে হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং ২০২১ সালে হয়েছিল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
আরআই/এমএমআর/জিকেএস