ব্রডব্যান্ড চালু আছে, বন্ধের নির্দেশনা নেই: আইএসপিবি সভাপতি
ঢাকাসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।
রোববার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি জাগো নিউজকে এ তথ্য জানান। এ সেবা বন্ধের কোনো নির্দেশনাও নেই বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি।
তিনি বলেন, সারাদেশে আইএসপি গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাচ্ছেন। তবে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানিগুলোর সার্ভার থেকে আমরা অনেক সময় ধরে আপডেট পাচ্ছি না। ফলে অনেকেই ভিপিএন চালু করেছে। এতে কিছুটা ধীরগতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ব্রডব্যান্ড বন্ধের কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে এমদাদুল হক বলেন, এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি।
আরও পড়ুন
রোববার (৪ আগস্ট) দুপুর ২টা থেকে সারাদেশে কাজ করছে না মোবাইল ইন্টারনেট। অনেক এলাকায় গ্রামীণফোনের নম্বর দিয়ে কল দেওয়াও যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারও বন্ধ হয়ে গেছে।
মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
আরেক মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা বন্ধ রেখেছে। তারা এর বেশি কিছু জানেন না। একই কথা জানিয়েছে বাংলালিংকও।
তবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার দুপুর আড়াইটার দিকে পলক জাগো নিউজকে বলেন, আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করিনি। বন্ধের কোনো নির্দেশও দেয়নি। কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে। এটা আমাদের নির্দেশনার কারণে নয়।
এএএইচ/ইএ/এএসএম