বাণী-বচন : ২০ নভেম্বর ২০১৮

পরামর্শ
পরামর্শ শক্তি বাড়ায়।– হযরত আলী
অভিজ্ঞজনের পরামর্শ নেওয়া ভালো।– ইমার সন
পরামর্শ বুদ্ধিকে পরিপক্ক করে।– ড্রাইডেন
শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার পরামর্শ নিও না।–স্যার জন উইলঘট
পরামর্শ মানুষের কাজে বলিষ্ঠতা আনায়ন করে।–ভার্জিল
বচন
সাপ যেখানে
নেউল সেখানে
অর্থ : যেখানে শত্রু সেখানেই মিত্র থাকে- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/জেআইএম