লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশের প্যাভিলিয়ন

লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে স্থাপন করা হয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। সোমবার (৭ নভেম্বর) এক্সেল সেন্টারে ভ্রমণ মেলায় ‘মুজিবের বাংলাদেশ’ থিমভিত্তিক এই প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। ৯ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। এতে বাংলাদেশের বেসরকারি পর্যায়ের ১০টি ট্যুর অপারেটর অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এবারের মেলায় স্থাপিত প্যাভিলিয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটনশিল্পের প্রচার করা। দেশটির মানুষ যেন বাংলাদেশ ভ্রমণে আরও উৎসাহিত হয়।
হাইকমিশনার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে অংশ নিচ্ছে। এর ফলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ট্যুরিজম অনেক বেড়েছে।
বাংলাদেশের পর্যটনশিল্পের সঙ্গে বর্তমানে প্রায় ১৫ মিলিয়ন মানুষের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান হাইকমিশনার।
তিনি জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটনশিল্পের প্রচারে লন্ডনে রোড শো করা হবে। খবর: বাসস
জেডএইচ/এমএস