দুই মোটরসাইকেল চোরকে খুঁজছে পুলিশ

০২:২৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই চোরকে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দুই জনের ছবি প্রকাশ করে তাদের কোনো সন্ধান পাওয়া গেলে সবুজবাগ থানায় যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি।

রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর সবুজবাগ থানার রান করপোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত দুজন সন্দেহভাজনকে গ্রেফতারে সহায়তা চায় সবুজবাগ থানা পুলিশ।