কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না: তামিম

০৭:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে নেই। তা নিয়ে চারদিকে নানা কথা। একেক গণমাধ্যমে একেকরকম কারণ উঠে এসেছে। সবার আগে যে কথাটা ছড়িয়ে পড়েছিল, তামিম ইকবাল বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, তা শুনে খেপেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

তবে আজ (বুধবার) ফেসবুকে এক ভিডিওবার্তায় এই পাঁচ ম্যাচ খেলার খবরটি অস্বীকার করলেন তামিম ইকবাল। তামিম বলেন, এই খবর কে ছড়িয়েছে তিনি জানেন না।