মাওয়া রুটে দূরপাল্লার বাস কম, ঢাকার লোকাল বাসে বাড়ি যাচ্ছে মানুষ

০৬:৫১ পিএম, ১২ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন। ঈদের দিনের মতো এদিনও ঢাকা-মাওয়া সড়কে দেখা গেছে যাত্রীর চাপ। তবে সে তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যা একেবারেই কম। এ সুযোগ লুফে নিয়েছে ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচল করা বাসগুলো। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চের জেলাগুলোতে যাত্রী পরিবহন করছে এসব বাস।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে ঢাকা-মাওয়া রুটে দূরপাল্লার পরিবহন সংকট থাকায় রাজধানীতে চলাচল করা বিভিন্ন পরিবহনকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। আসিয়ান পরিবহন, রাইদা পরিবহন, গাবতলী পরিবহন, বাহাদুর শাহ পরিবহন এবং তুরাগ পরিববহনকে ঢাকা থেকে ওই পথে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এদিন ওই রুটে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাটের যাত্রীদের বেশি দেখা গেছে।