ফাতেহা পাঠ ও গান-কবিতায় বিদ্রোহী কবিকে স্মরণ

০২:১০ পিএম, ২৫ মে ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ, গান-কবিতা ও আলোচনার সভার মাধ্যমে প্রেম-ভালোবাসা ও দ্রোহের কবিকে স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। শনিবার (২৫ মে) সকাল সোয়া ৬টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শুরুতেই সংস্কৃতি মন্ত্রণালয়, কবি নজরুল ইনস্টিটিউট, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্র শ্রদ্ধা নিবেদন করে।