রিমাল গেছে, পানি আটকে আছে ঢাকার পথে পথে

০৫:৪৬ পিএম, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানে রোববার দিনগত রাতে। সোমবার সকালে সেটি উপকূল অতিক্রম করে উঠে আসে স্থলভাগে। পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে আঘাত হানা রিমাল ক্রমে দুর্বল হয়ে পড়লেও সারাদিন ধরে চলতে থাকে বর্ষণ। দিন পেরিয়ে সে বর্ষণ অব্যাহত থাকে রাতেও। এর ফলে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন স্থানে। বিশেষ করে সবচেয়ে ঘনবসতির ঢাকা শহরে চরম আকার ধারণ করেছে জলাবদ্ধতা।