ব্যালট ছিনতাই, পটিয়ার এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

০৭:৩৩ পিএম, ২৯ মে ২০২৪

পটিয়া উপজেলা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভোটগ্রহণ বন্ধ রাখেন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

স্থানীয় সূত্রের বরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ৪০-৫০ জনের একটি দল ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেন।