চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র

০৩:৩২ পিএম, ০৪ আগস্ট ২০২৪

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিটি কলেজ এলাকা থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।