নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতদের উদ্বেগ, সমাধানের আশ্বাস উপদেষ্টার
০৬:১৮ পিএম, ১২ আগস্ট ২০২৪
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সরকারের তরফ থেকে দ্রুত সেটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।