গাইবান্ধায় কর্মে ফিরেছে পুলিশ
০৯:২৬ পিএম, ১২ আগস্ট ২০২৪
আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধায় পুলিশের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেন। জেলার সাতটি থানাসহ ট্রাফিক পুলিশ সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা প্রমুখ।