শীর্ষ স*ন্ত্রাস* সুব্রত বাইন ৮ দিনের রি*মা*ন্ডে

০৬:৩৭ পিএম, ২৮ মে ২০২৫

অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলীর (৬১) আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও তার অপর তিন সহযোগীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা হলেন- আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) এবং মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।