ইসি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

০১:২৮ পিএম, ২২ অক্টোবর ২০২৫

কোনো ক্রাইসিস হলে শুরুতেই ট্যাকেল করার ব্যবস্থা নেবেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নেই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়, এমনটাই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষক টিমের প্রশিক্ষণ উদ্বোধন করেন সিইসি। এসময় তিনি ইউএনওদের উদ্দেশ্য করে আরও বলেন, ভোটে আইন-বিধি প্রতিপালন ও নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি কার্যকর সমন্বয় করতে হবে। নির্বাচনে সমন্বয় একটা বড় বিষয়, আর এ দায়িত্ব মূলত আপনাদের ওপরই নির্ভর করে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, মনিটরিং সেল সব কিছুর সঙ্গে সমন্বয় ‘সিরিয়াসলি’ করতে হবে।