উত্তাল কক্সবাজার সাগরতীর, ভেঙে উপড়ে পড়ছে ঝাউবন

১২:৩৫ পিএম, ২৯ জুলাই ২০২৫

বৈরী আবহাওয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রয়েছে কক্সবাজার সাগরতীর। অতিরিক্ত জোয়ারে দিনদিন লোকালয়ে ঢুকছে পানি। ঢেউয়ের তীব্রতায় বেলাভূমির তীর ভেঙে শত কিলোমিটার সৈকতের বিভিন্ন পয়েন্টে উপড়ে গেছে কয়েক হাজার ঝাউগাছ। তীব্র ঢেউ সৈকতে থাকা পুলিশ বক্স, ওয়াচ টাওয়ার এবং অস্থায়ী দোকানপাটও তলিয়ে নিয়ে গেছে।