কেমন ছিল 'জয়া আর শারমিন'-এর শুটিংয়ের দিনগুলো?

০২:১৩ পিএম, ১৪ মে ২০২৫

প্রায় এক দশক পর একসঙ্গে পর্দায় পাওয়া যাবে জয়া আহসান ও শাকিব খানকে। ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে নতুন সেই সিনেমা ‘তাণ্ডব’। এরই মধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফি। তবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া জানান, এ ছবিতে এক বদলে যাওয়া শাকিবকে পেয়েছেন তিনি।