ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০
১১:৫৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বুধবার (৪ সেপ্টেম্বর) আরও ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অন্তত ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদাররা। এই ১১ মাসে তাদের হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।