অশান্ত মণিপুর শান্ত হবে কবে?
০৯:৪৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
মণিপুরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষোভে উত্তাল এই রাজ্যের তিন জেলায় কারফিউ চলছে। এছাড়া ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টাসহ একাধিক ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী।