ক্রীড়াঙ্গনের সংস্কার আর কতদূর?

০১:২০ পিএম, ১৯ এপ্রিল ২০২৫

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারাদেশেই বিভিন্ন সেক্টরে সংস্কারের হাওয়া লেগেছিল। সে ধারাবাহিকতায় সরকার ক্রীড়াঙ্গনেও সংস্কারে হাত দেয়। সে লক্ষে তৈরি করা হয় সার্চ কমিটি। আট মাসেরও বেশি সময় পার হওয়ার পর আসলে ক্রীড়াঙ্গনে সংস্কার এখন কোন পর্যায়ে রয়েছে? এর মধ্যে কী কী সংস্কার হয়েছে? নারী ফুটবলাররা প্রথমবার খেলবে একটি আন্তর্জাতিক ফুটবল সিরিজ। এশিয়াকাপ বাছাইয়ের আগে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ? এশিয়ান হকি ফেডারেশন কাপে কাজাখস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

ক্রীড়াঙ্গনে সংস্কার, নারী ফুটবল, হকি দলের এশিয়ান ফেডারেশন কাপে অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাগোনিউজের বিশেষ সংবাদদাতা এবং ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম।